কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। এ সময় অভিনব কায়দায় তার পেটের ভেতরে লুকানো অবস্থায় ২ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা এলএমএস-২৪ ব্লক-সি ক্যাম্পের বাসিন্দা।
সেনা সূত্র জানায়, মাঠ গোয়েন্দা সদস্যের সিভিল সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার পেটে ইয়াবা লুকানো আছে। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেনা ক্যাম্পে তার শরীর থেকে ইয়াবাগুলো বের করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আটক চক্রটি দীর্ঘদিন ধরে পেটের ভেতরে মাদক লুকিয়ে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করছিল। বিষয়টি গোয়েন্দাদের নজরে ছিল। অবশেষে সেনাবাহিনীর বিশেষ তৎপরতায় চক্রের সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।