কক্সবাজারে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় সর্বদলীয় গণদোয়া

কক্সবাজার

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় সর্বদলীয় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণদোয়ার আয়োজন করে কক্সবাজার ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় এক্যমঞ্চ।

গণদোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে স্তব্ধ করে দিতে সন্ত্রাসী শক্তি নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে শরীফ ওসমান হাদিকে গুলি করে শয্যাশায়ী রাখলেও দেশজুড়ে লাখো হাদি আজও অন্যায়, অবিচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীফ ওসমান হাদি একজন সক্রিয় সৈনিক। তাই তার দ্রুত সুস্থতা কামনা করা কেবল ব্যক্তিগত নয়, বরং গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতার স্বার্থেই অত্যন্ত জরুরি।

অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।