কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরে লিংকরোড এলাকায় রেললাইনের পাশের ঝোপ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরতলীর লিংকরোড রেল ক্রসিং সংলগ্ন ঝোপে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল মাদ্রাসাপড়ুয়া কিশোর ওই এলাকায় ফুটবল খেলতে গিয়ে ঝোপের ভেতর মরদেহটি দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে লোকজন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খান বলেন, “একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”