কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের লাইটহাউজ এলাকার একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের লাইটহাউজ এলাকার দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম শফিউল আলম পলাশ। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের রুমমেট ও সহকর্মী আমান উল্লাহ বলেন, “আমি, পলাশ ও রিফাত এক কক্ষে থাকতাম। তিনজনই স্থানীয় একটি দোকানে চাকরি করি। রিফাত চট্টগ্রামে ছিলেন, আমি নিজ কর্মস্থলে ছিলাম। বাসায় ফিরে টয়লেটের ভেতরে পলাশের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।”
ওসি ছমি উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে তার প্রকৃত কারণ জানা যাবে।”












