কক্সবাজার প্রতিনিধি
নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যবই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা। তবে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এখনও শতভাগ বই পায়নি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে শহরের ঘোনাপাড়া, বইল্যাপাড়া ও কলাতলী এলাকায় গিয়ে এবং জেলার প্রতিটি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি-বেসরকারি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই সব পাঠ্যবই পেয়েছে। তবে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা আংশিক বই পেলেও এখনও বাকি বইয়ের অপেক্ষায় রয়েছে।
শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা বলে, “বাংলা, ইংরেজিসহ সব বই হাতে পেয়েছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আমরা সবাই অনেক খুশি।”
অন্যদিকে বাহারছড়া বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান বলে, “তিনটি বই পেয়েছি। বাকি বইগুলো পরে দেওয়া হবে বলে শিক্ষকরা জানিয়েছেন। সব বই পেলে আরো বেশি ভালো লাগতো।”
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া রাইজিংবিডিকে বলেন, “জেলায় ৬৫৮টি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ৬ লাখ ২০ হাজার ৩৬৮টি বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা বই পেয়ে খুবই আনন্দিত।”
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে মাধ্যমিক স্তরের জন্য এখনও শতভাগ বই সরবরাহ করা সম্ভব হয়নি। তবে কোনো শিক্ষার্থী যেন বই ছাড়া না থাকে, সে লক্ষ্যে পর্যায়ক্রমে বই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, “কক্সবাজার জেলায় বর্তমানে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ৭০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪৭টি মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা রয়েছে।”












