কক্সবাজারে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার 

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে সম্প্রীতি সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং কঠোর নিরাপত্তার জোরদার রয়েছে।

এদিন জেলার বিভিন্ন মণ্ডপ থেকে মোট ২৫০টি প্রতিমা লাবণী পয়েন্টের সমুদ্রে বিসর্জন দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার পর থেকে আনুষ্ঠানিকভাবে বিসর্জন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির উদয় শংকর পাল।

এদিকে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সৈকতের আশপাশে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী টহল জোরদার করেছে। পাশাপাশি উত্তাল সমুদ্রে দুর্ঘটনা এড়াতে নৌবাহিনীর ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। লাবণী পয়েন্ট ও আশপাশ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রয়েছে অন্যান্য বাহিনীও। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে বিসর্জন উৎসব উপভোগ করতে পারেন সে জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।