কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। আগামী সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক সদর উপজেলা ফুটবল দল ও শক্তিশালী পেকুয়া উপজেলা ফুটবল দল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় স্টেডিয়ামের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন জানান, জেলার নয়টি উপজেলা ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো হলো- রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া, ঈদগাঁও ও কক্সবাজার সদর। দুই গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে হবে সব খেলা।
খেলাকে আরও প্রাণবন্ত ও দর্শক টানতে প্রতিটি দলে কোটায় তিনজন করে বিদেশি ফুটবলার খেলার সুযোগ থাকছে। প্রতি খেলায় প্রতিটি দল ১০ হাজার টাকা করে পাবে। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে নগদ ৫০ হাজার টাকা আর রানারআপ দল ট্রফির সঙ্গে পাবে ৩০ হাজার টাকা। গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।
তিনি বলেন, “ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে প্রাণবন্ত করবে। আমরা চাই, জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন এই টুর্নামেন্টের আনন্দে শামিল হতে পারে। এজন্য উপজেলা ক্রীড়া অফিসারদের মাধ্যমে প্রতিটি এলাকায় প্রচার-প্রচারণা চালানো হবে। জেলার যেকোনো প্রান্ত থেকে দর্শকরা কক্সবাজার স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবেন। দর্শকদের উপস্থিতি বাড়লে খেলোয়াড়দের উৎসাহও কয়েকগুণ বেড়ে যাবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম আরো বলেন, “খেলাকে ঘিরে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য মাঠ ও স্টেডিয়াম চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমরা বিশ্বাস করি, এ টুর্নামেন্ট কক্সবাজারের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মো. আবু হানিফ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এমআর মাহবুবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।