কক্সবাজার প্রতিনিধি
আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় কক্সবাজারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর সড়ক,
লালদীঘিরপাড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি রামু, লিংকরোড, কোটবাজার ও উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।
সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে থেকে সমন্বিতভাবে কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি দপ্তর, পরিবহন টার্মিনাল এবং পর্যটন এলাকাগুলোতেও বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
কক্সবাজার ট্রাফিক পুলিশের সার্জেন্ট রুবায়েত হোসেন বলেন, “বর্তমানে কক্সবাজারে প্রবেশ ও বহির্গমন করা প্রতিটি যানবাহন তল্লাশির আওতায় আনা হয়েছে। আমরা সন্দেহভাজন গাড়িগুলোর কাগজপত্র, যাত্রীদের পরিচয় এবং মালামাল খুঁটিয়ে পরীক্ষা করছি। শহরে প্রবেশের প্রতিটি রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে।”
তিনি আরও বলেন, “যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সেনাবাহিনী, র্যাব ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। জনগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর তৎপরতায় এখন পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাসে বেশি যাত্রী চোখে পড়েনি।












