কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাকান্ডের পর ইংরেজিতে ‘OUT’ লিখে এবং জানাযার পর জঙ্গি সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ছাক্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
গ্রেপ্তার ইয়াহিয়া (২৬) ওই এলাকার মো. আব্বাসের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদির মৃত্যুর পর ইয়াহিয়া তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল Yahia Khan নামক অ্যাকাউন্ট থেকে নানা বিতর্কিত পোস্ট দেন। হাদির মৃত্যুর পর তিনি ইংরেজিতে ‘OUT’ লিখে একটি পোস্ট করেন, যা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং তার ওই পোস্টে নানান মন্তব্য করেন নেটিজনরা।
হাদির জানাযার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পাশে হাদিকে সমাহিত করা নিয়েও তিনি তীব্র আপত্তি তোলেন। তার একটি পোস্টে তিনি হাদিকে ‘জঙ্গি’ হিসেবে অভিহিত করে লিখেন, বিশিষ্ট ব্যক্তিদের পাশে কোনো ‘জঙ্গি’র কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবে না।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইয়াহিয়া নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।












