নিজস্ব প্রতিবেদক ।।
রাজনীতি এবং গণমাধ্যম যার যার অবস্থান থেকে আমাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাঈদ আল নোমান।
৩ মে শনিবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন – টিসিজেএ এর উদ্যোগে সদস্যদের কল্যাণে গঠিত ডিপিএস-এর চেক বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় সাঈদ আল নোমান বলেন, নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতায় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করতে হবে এবং সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখেই সকলকে মতভেদ ভুলে এগিয়ে যেতে হবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, স্থায়ী সদস্য সনজীব দে বাবু, রতন দাস।
এ সময় শ্রমিক দল নেতা শ ম জামাল, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ, রবিউল হোসেন টিপুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।












