উখিয়ায় ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উখিয়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেন সংস্থাটি।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে এটি বড় ইয়াবা উদ্ধার। গত ছয় মাসে বিভিন্ন অভিযানে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ প্রায় ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সময়ে ১০ কোটি ৫৪ লাখ টাকার বেশি মূল্যের সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানী তেল, হার্ডওয়্যার ও রশদ সামগ্রীসহ বিভিন্ন চোরাচালান পণ্যও আটক করা হয়েছে। সব মিলিয়ে ছয় মাসে ৫০ কোটি ৭৯ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং ৯৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।