উখিয়ায় রোহিঙ্গা নাগরিকসহ পাঁচ মাদক কারবারি আটক; অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও সাত হাজার ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার ও রবিবার ভোরে উপজেলার পালংখালী ও রাজাপালং ইউনিয়নের দুইটি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, রবিবার (৫ অক্টোবর) ভোরে পুলিশের একটি দল পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়ক এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইটি ওয়ান শুটার গান, পাঁচটি কার্তুজ (তিনটি সচল, দুটি অকেজো) ও দুই হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. কায়সার (২১), ফরিদ আলম (৪৭), ফোরকান (২৩) ও আব্দুল কাদের (২০)। তাদের মধ্যে দুজন স্থানীয় বাসিন্দা এবং দুজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায়, তারা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য এবং টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে উখিয়া হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত।

এ ছাড়া শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে রাজাপালং ইউনিয়নের শৈলের ডেবা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ মো. কফিল উদ্দিন (২১) নামে আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়। তিনি রাজাপালং ইউনিয়নের ডেলপাড়া এলাকার সৈয়দ আলম ও নূর জাহানের ছেলে।

ওসি জিয়াউল হক বলেন, “আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়া জুড়ে বিশেষ চেকপোস্ট ও অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, “জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।”