ঈদগাঁওতে অস্ত্রসহ সিএনজি চালক আটক

ঈদগাঁও কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাঁও বাস স্টেশনের আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

আটককৃত সিএনজি চালক জাফর আলম (৩৭), ঈদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে।

উপপরিদর্শক আশরাফুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক সিএনজি চালককে তল্লাশি করলে তার কাছ থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। একই সঙ্গে চালক জাফর আলমকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।