নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মূখপাত্র ওসমান হাদীর হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর।
শুক্রবার (১৬ জানুয়ারী) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কাজীর দেউরী মোড়ে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, ওসমান হাদী হত্যার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। বরং রাজপথে ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধারা বারবার পুলিশের হামলার শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সমাবেশ থেকে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয়।












