আরাকান আর্মির ধাওয়ায় নাফনদীতে ট্রলার ডুবি, ৭ জেলে উদ্ধার

টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি 
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় ট্রলার ডুবে গেছে। তবে ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় শাহপরীর দ্বীপের বদরমোকামের “গরা” এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। উদ্ধারকৃত জেলেদের মধ্যে রয়েছেন সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।
ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, “বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। এতে কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সামগ্রী ভেসে গেছে।” ট্রলারে থাকা ৭ জন জেলে কূলে ফিরে আসতে সক্ষম হলেও ট্রলার ডুবে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, “আরাকান আর্মির ধাওয়ায় এবারও মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।”
এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরেকটি ট্রলারসহ ৭ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। টেকনাফের কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, গত ২০ দিনে ৪০ জন জেলেকে ধরে নেওয়া হয়েছে।
এনিয়ে গত ২০ দিনে ৩৩ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে রবিবার দুটি ট্রলার সহ ১৪ জেলে, শনিবার একটি ট্রলার সহ ১২ জেলে, ১২ আগস্ট ট্রলার সহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।