আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে ‘বানৌজা সমুদ্রজয়’

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা

আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশে চট্টগ্রাম নেভাল জেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্রজয়’।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে যুদ্ধজাহাজ সমুদ্রজয় পাকিস্তানের উদ্দেশে চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ছেড়ে যায়। এসময় নৌবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা এবং জাহাজটির নাবিক পরিবারের সদস্যদে উপস্থিতিতে নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানানো হয়।

পাকিস্তানের করাচিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘এক্সারসাইজ আমান-২০২৫’ নামে এ মহড়ায় অংশ নিতে যায় বানৌজা সমুদ্র জয়।

এর আগে,  জাহাজ সমুদ্রজয়ের নাবিক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানে অনুষ্ঠিতব্য এ মহড়ায় সমুদ্রজয়ের অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ জন নৌ সদস্য অংশ নেবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ ও উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সমর বিশারদরা অংশ নেবেন।

পাকিস্তানে যাবার পথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্রজয় শ্রীলঙ্কার কলম্বো এবং মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে।

এর আগে, ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তানে ‘এক্সারসাইজ-আমান’ এ অংশ নিয়েছিল।