অপারেশন ”ডেভিল হান্ট : চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা-কর্মী আটক

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রাম বিভাগে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা-কর্মীকের আটক করা হয়েছে। উদ্ধার করা হয় একটি দেশীয় অস্ত্রও।

বুধবার ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগের মহেশখালী, সন্দ্বীপ ও আনোরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি কোস্ট গার্ড পূর্ব জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজারের মহেশখালী থেকে হেদায়েত উল্লাহ (৩৬), চট্টগ্রামের সন্দ্বীপ থেকে জহির উদ্দিন (৪২) ও রাজিব (৪০) এবং আনোয়ারা থেকে জামাল হোসেন (৩৮)কে ১টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ এর নেতাকর্মী বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।