On the 8th, 5,000 leaders and activists of Kutubdia Jamaat-Shibir are prepared to attend the district workers' conference.

৮ তারিখের জেলা কর্মী সম্মেলনে যোগ দিতে প্রস্তুত কুতুবদিয়া জামায়াত-শিবিরের ৫ হাজার নেতা-কর্মী

কক্সবাজার কুতুবদিয়া

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

আগামী ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কক্সবাজার জেলা কর্মী সম্মেলন-২০২৫ এ আগমন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী।

ব্রিফিং শাহরিয়ার চৌধুরী বলেন, জেলা কর্মী সম্মেলনে কুতুবদিয়া উপজেলা থেকে ৫ হাজার নেতাকর্মী নৌ ও স্থল পথে যেতে প্রস্তুতি গ্রহণ করেছে, এবং যাতায়াত নির্বিঘ্ন করতে ও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা কামনা করেন। জামায়াতে ইসলামীর আহ্বানে কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকগণ প্রেস ব্রিফিং-এ উপস্থিত হওয়ায় বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

এসময় বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, যুব বিভাগের সভাপতি রবিউল হোছাইনসহ কুতুবদিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।