নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির বহরে আগামী এক বছরের মধ্যে যুক্ত হতে যাচ্ছে নতুন ৬টি জাহাজ। এসব জাহাজে দেশের মেরিন একাডেমি থেকে পাসআউট হওয়া মেরিনারদের প্রাধান্য দেয়া হবে।
আজ দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রাজুয়েশন কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখোয়াত হোসেন।
তিনি বলেন, এবার বাংলাদেশ মেরিন একাডেমিতে ৩০ জন নারী ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক। মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়ার পাশাপাশি মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা।
১৯৭২ সালে ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি। প্রতিষ্ঠার পর থেকে বিএসসি ৪৪টি জাহাজের মালিক হলেও ক্রমাগত লোকসান, অনিয়ম ও দূরদর্শিতার কারণে জাহাজের সংখ্যা কমে নেমে এসেছিল ৫টিতে। তবে রাসিয়া – ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অলভিয়া বন্দরে রাশিয়ার মিসাইল হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলি নদীতে ও বঙ্গোপসাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় আরোও দুইটি জাহাজ।
এবার ৫৮ তম ব্যাচে মেরিন একাডেমি থেকে ৩০ নারীসহ মোট ২৩৮ জন ক্যাডেট প্রশিক্ষন সমাপ্ত করেছে। সব বিষয়ে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পদক জিতেছেন ক্যাডেট মো. মিনহাজ সাদমান।