On the way back from Saint Martin to Cox's Bazar, the tourist ship broke down in the middle of the sea

সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে মাঝ সমুদ্রে বিকল পর্যটকবাহী জাহাজ

টেকনাফ সেন্টমার্টিন

কক্সবাজার প্রতিনিধি

সেন্টমার্টিন থেকে ফেরার পথে টেকনাফের বাহারছড়া উপকূলের কাছাকাছি সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে এমভি গ্রীণ লাইন নামের পর্যটকবাহী একটি জাহাজ।

পরে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডসহ স্থানীয় জেলেদের সহায়তায় আটকা পড়া পর্যটকদের উদ্ধার তৎপরতা শুরু করে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে ৭১ জন যাত্রী নিয়ে জাহাজটি আটকা পড়ে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ জানায়, সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে এমভি গ্রীণ লাইন নামের পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দ্যেশে রওনা করে দুপুরের আগে জাহাজটি সেখানে পৌঁছায়। পরে বিকাল ৪ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে জাহাজটি ৭১ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দ্যেশে রওনা করে।

ফেরার পথে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে জাহাজটি সেখানে আটকা পড়ে।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, “ এসময় জাহাজটি ক্রু সহ সংশ্লিষ্টরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি স্থানীয় কোস্টগার্ড স্টেশনকে অবহিত করে। পরে প্রায় এক ঘন্টা পর সোয়া ৮ টার দিকে ট্যুরিস্ট পুলিশসহ নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় পর্যটকদের উদ্ধার তৎপরতা শুরু করে।

টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত আছেন। এবং পর্যটকদের নিরাপত্তার কোন ধরণের ঝুঁকি নেই এবং উদ্ধারের পর তাদের কক্সবাজার শহরে পৌঁছাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে।