সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সকালে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। এ ঘটনায় নূর কামাল (২৫) নামে জাহাজের এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ দমদমিয়া বিজিবি ক্যাম্প এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয় এবং দায় নির্ধারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌপরিবহন অধিদপ্তর, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের প্রতিনিধিরা রয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার বিকেলে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজের ফিটনেসের বিষয়ে আলোচনা হয়।