সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন, নিহত ১

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নূর কামাল নামে জাহাজের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন দরিয়ানগর’কে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নূর কামাল (২৫) টেকনাফ দমদমিয়া বিজিবি ক্যাম্প এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বেলা ১১টার পরও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। জ্বলন্ত জাহাজ থেকে নূর কামাল নামে জাহাজের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, “সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিনগামী একটি জাহাজ বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা অবস্থায় ছিল। সেন্টমার্টিনের যাত্রী তোলার জন্য জাহাজগুলো সাধারণত এখানেই নোঙর করে থাকে। নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।”

তিনি আরো বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নির্ণয়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে ফায়ার সার্ভিস, নৌপরিবহন অধিদপ্তর, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন। আজ (শনিবার) বিকেলে সংশ্লিষ্টদের নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সেন্টমার্টিনগামী সব জাহাজের ফিটনেস পুনরায় পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “শনিবার সকাল ৭টার দিকে পর্যটক নিতে ঘাটে পৌঁছায় ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। সেসময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”