সীমান্ত পার হয়ে আরাকান আর্মির ১ সদস্যের আত্মসমর্পণ; সতর্ক বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী

কক্সবাজার টেকনাফ

মিজানুর রহমান মিজান; টেকনাফ প্রতিনিধি :

 

কয়েকমাস স্বাভাবিক থাকার পর আবারও মিয়ানমারের অভ্যন্তরে শুরু হয়েছে তুমুল সংঘর্ষ ও গোলাগুলি। এরই মধ্যে একজন আরাকান আর্মি সদস্য অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল সোমবার (১১ আগস্ট) সকালে উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে অনু্প্রবেশকারী জীবন তঞ্চঙ্গ্যা (২১) নামের সশস্ত্র আরাকান আর্মির এক সদস্য এ কে ৪৭- ০১টি, গুলি- ৫২ রাউন্ড ও ২ টি ম্যাগাজিনসহ আত্মসমর্পণ করে।

 

প্রাণ বাঁচাতে সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বলেও বিজিবিকে তথ্য দেন আরাকান আর্মির এ সদস্য। জীবন তঞ্চঙ্গার দাবি, আরও প্রায় ৩০০ জন সদস্য আরাকান আর্মির বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং যেকোনো সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারে।

 

টেকনাফ মিয়ানমার সীমান্তে সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তবে এখনও সীমান্ত স্বাভাবিক রয়েছে।

 

সীমান্তের বাসীন্দরা বলছেন, ‘মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে যেহেতু আরও প্রায় ৩০০ জন আরাকান আর্মি সদস্য পালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, তারা যদি বাংলাদেশ সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে তবে পরিস্থিতি স্বাভাবিক নাও থাকতে পারে।

 

টেকনাফ ব‍্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান রূপালী বাংলাদেশকে জানান, এখনও টেকনাফ সীমান্ত স্বাভাবিক রয়েছে,আরাকান আর্মি অনুপ্রবেশের নির্ভরযোগ‍্য কোন তথ‍্য এখনও আমাদের কাছে আসেনি তবে মিয়ানমারের সিতওয়ে অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

 

সোমবার (১১ আগস্ট) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আত্মসমর্পণকারী আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গ্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায়, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি এবং এ পর্যন্ত ৩০০ জন আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারা যে কোন সময় বাংলাদেশের অভ্যন্তরে আত্মসমর্পণের উদ্দেশ্যে প্রবেশ করতে পারে বলে জানান তঞ্চঙ্গ্যা।  এ ঘটনার পরিপ্রেক্ষিতে উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন সীমান্ত এলাকাসহ নাফ সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।