সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ২ পুণ্যার্থীর মৃত্যু

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় দুই তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মেলার দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ‘অত্যাধিক গরমের কারণে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। একদম পাহাড়ের চূড়ায় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ নামানো হয়েছে, তবে পরিচয় এখনো আমরা জানতে পারিনি। যারা মারা গেছে তাদের একজন নারী ও আরেকজন পুরুষ। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছেন।’

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম  বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। মেলা উপলক্ষ্যে সেখানে অনেক মানুষের ভীড় রয়েছে।’

সীতাকুণ্ড স্রাইন (মন্দির) কমিটির সহসম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, মেলার প্রথম দিনে এবার দর্শনার্থী তুলনামূলক কম ছিল। কিন্তু আজ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের এত ভিড় ছিল যে চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে পা ফেলার জায়গা ছিল না। চন্দ্রনাথ মন্দিরে দুজন তীর্থযাত্রী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। কিন্তু নাম–পরিচয় পাওয়া যায়নি।