সিএমপির অভিযান : গেল ২৪ ঘণ্টায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতা-কর্মী গ্রেফতার

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ – সিএমপি।

সোমবার – ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে মঙ্গলবার – ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,

কোতোয়ালি থানায়, হাবিবুর রহমান (২৯), মো. সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪)।

চান্দগাঁও থানায়, মো. রাকিব (২৪), মো. রাজু (৩৫)।

বায়েজিদ বোস্তামী থানায়, মো. জাকির (২৮)।

আকবরশাহ থানায় মো. শিপন (২৫)।

বাকলিয়া থানায়, মো. নুর হোসেন নুরু (৪৫), মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াছিমিন (৪৬)।

হালিশহর থানায়, মো. আবুল হাসেম (৫৪), মো. সাইফুল ইসলাম (২৬), মো. সাইফুল ইসলাম (২৪)।

পাহাড়তলী থানায়, আবদুল আল মামুন (৩২)।

খুলশী থানায়. জাহাঙ্গীর আলম (৩৯)।

ডবলমুরিং থানায়, মো. আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো. শাওন (২০)।

পতেঙ্গা থানায়, মো. মঞ্জু আলম (৪০)।

ইপিজেড থানায়, মো. আজাদ (৪৫)।

সদরঘাট থানায়, সানজিদুল ইসলাম চৌধুরী রিজভী (১৯), মো. মাসুদ আলম (৩০)।

পাঁচলাইশ থানায়, মো. জুবায়ের হোসেন সাগর (২০), মো. সাইফুল (২৮), ২৫। প্রিয়ান্ত শীল (২০)।

কর্ণফুলী থানায়, মো. নুর (৪৫), মো. রমজান আলী (৫৫)।

ও চকবাজার থানায়, গোলাম সরোয়ার আলিফ (২১)কে গ্রেফতার করা হয়।

সিএমপি জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও ফৌজদারি আইনে এক বা একাধিক মামলা রয়েছে।