কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে জেলের জালে ১৬৬ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে এটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাহারছড়া শামলাপুর ঘাটে সাইফুল ইসলামের নৌকায় মাছটি ধরা পড়ে।
সাইফুল ইসলাম বলেন, “ভোরে ৬ মাঝিমাল্লা সাগরে জাল ফেললে মাছটি আটকা পড়ে। বড় আকারের মাছ পেয়ে সবাই খুশি হয়ে দ্রুত ঘাটে ফিরে আসি। পরে শামলাপুর লামার বাজার আড়তে মাছটি তোলে ২ লাখ টাকা দাম বলি। দর কষাকষির পর স্থানীয় ব্যবসায়ী আবদুল করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী আবদুল করিম সওদাগর বলেন, “মাছটি কেটে কেজি দরে বিক্রি করার ইচ্ছা রয়েছে। দেখা যাক কী হয়।”
মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “এই প্রজাতির মাছ ওজনে প্রায় ৪০০ কেজি পর্যন্ত হয়। মাছগুলো খেতে সুস্বাদু তাই দামও একটু বেশি।”












