নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।
বুধবার (২৫ ডিসেম্বর) স্থগিতাদেশ প্রত্যাহার ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় তৎক্ষনাৎ সংবর্ধনার আয়োজন করেছে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের নেতাকর্মীরা। বোয়ালখালী উপজেলাট কালুরঘাট এলাকায় শত শত নেতাকর্মী সন্ধ্যায় আবু সুফিয়ানকে সংবর্ধনা দেন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় আবু সুফিয়ান তার দুঃসময়ে নেতাকর্মীদের পাশে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আজীবন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, দল এবং দেশের স্বার্থে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ। কোন অপশক্তিই এই ঐক্য বিনষ্ট করতে পারবে না। দেশের জনগণ এখন বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোন মূল্যে চট্টগ্রাম-০৮ আসন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে জনগণ প্রস্তত বলে জানান তিনি।
একই চিত্র দেখা যায় নগরীর চান্দগাঁও এবং মোহরা এলাকাতেও। এসব এলাকায় তাকে ফুল দিয়ে বরণের পাশাপাশি উচ্ছ্বসিত নেতাকর্মীদের মিছিল এবং মিষ্টিমুখ করতে দেখা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, কাউন্সিলর নাজিম উদ্দীন (সাবেক) এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু বলেন, আবু সুফিয়ানের এই স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।
বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ইসহাক কাদের চৌধুরী বলেন, গণ মানুষের প্রিয় নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আবারও চাঙা হবে।
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রদলের যুগ্ন আহবায়ক তাওহীদুল ইসলাম নূরী, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে উঠা আসা নেতা আবু সুফিয়ান। জীবনের ৪৩ টি বছর দলের জন্য উৎসর্গ করেছেন তিনি। চট্টগ্রামে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বিগত ষোল বছরে রাজপথের প্রথম সারিতে থেকে তিনি নিজেকে অন্যতম একজন কান্ডারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একটি ভুল সংবাদের ভিত্তিতে তার সদস্য পদ স্থগিত করায় নেতাকর্মীরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রায় চার মাসের মাথায় সেই স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা আসায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। সকলেই আশা করছেন আবারও তার নেতৃত্বে দল অনেক দূর এগিয়ে যাবে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে চলতি বছরের ১ সেপ্টেম্বর আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছিল। ২৫ ডিসেম্বর প্রায় চার মাস পর তাদের দাখিল করা আবেদন বিবেচনায় এবং দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুসারে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে