Lohagara Upozela chairman

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খোরশেদ আটক

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;          

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে (৬০) আটক করেছে পুলিশ।

আজ ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টার দিকে আধুনগরের জমিদার পাড়ায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে একটি চৌকস টিম লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীর  জমিদার পাড়াস্থ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলায় থেকে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। 

তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় ফৌজদারী ও বিস্ফোরক আইনসহ তিনটি মামলা রয়েছে।