লঞ্চ হলো গুগল ওয়ান লাইট, খরচ কত?

প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক

অনেক দিন ধরেই গুগল ওয়ানের কম খরচের একটি প্ল্যান নিয়ে কাজ করছিল সংস্থাটি। অবশেষে লঞ্চ করা হয়েছে গুগল ওয়ান লাইট। এতে কম দামে ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।

কোম্পানিটি চলতি সপ্তাহেই নতুন প্ল্যান লঞ্চ করেছে। বর্তমানে শুধুমাত্র কিছু কিছু ব্যবহারকারী এই প্ল্যানটি পাবেন। তবে খুব শিগগিরই সবার জন্য প্ল্যানটি উন্মুক্ত করবে কোম্পানিটি। এছাড়াও, কিছু ব্যবহারকারী এই প্ল্যানটিতে ছাড় পাবেন।

এই প্ল্যানটি গুগল ওয়ান-এর বেস প্ল্যানের থেকে কম দামে পাওয়া যাচ্ছে। ফ্রি ক্লাউড ছাড়াও গুগল ওয়ান লাইটে অন্য কোনও সুবিধা থাকবে না বলেই জানিয়েছে গুগল ওয়ান।

Spread the love
আরও পড়ুন!  ফ্রিল্যান্সারদের জন্য সুখবর