The Chattogram City Corporation (CCC) has reintroduced smart pay-parking to reduce traffic congestion.

যানজট কমাতে স্মার্ট পে-পার্কিং পুনরায় চালু করেছে চসিক

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রামে যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূূলকভাবে পুনরায় স্মার্ট পে-পার্কিং চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন – চসিক।

বুধবার – ২৯ জানুয়ারি দুপুরে আগ্রাবাদে কপার চিমনি রেস্তোরাঁর সামনে স্মার্ট পে-পার্কিং এর কার্যক্রম পুনরায় চালু করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বি-ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সিলভার স্পুনের সামনে এবং ডাচ-বাংলা ব্যাংকের সড়কে স্মার্ট পে পার্কিং চালু করা হয়েছে।

বি-ট্র্যাক সলিউশনের কর্মকর্তারা বলেন, “এখানে গাড়ি পার্কিং করা যাবে ঘণ্টা হিসেবে। বাইক প্রতি ঘণ্টায় ১৫ টাকা এবং অন্যান্য গাড়ি ৩০ টাকা করে পার্কিং করা যাবে।
এর আগে ২০২৩ সালের জুন মাসের শেষের দিকে এ প্রকল্পের উদ্বোধন করেছিলেন তৎকালীন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্পটি নানা জটিলতায় বাধাগ্রস্ত হলেও বুধবার প্রকল্পটি আবার চালু হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-ট্র্যাক সলিউশন এর সি ই ও মো. তানভির সিদ্দিক, হেড অফ অপারেশন সাফায়াত আব্দুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা, এক্সিকিউটিভ তরিকুল ইসলাম।