কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক টিম কুতুবদিয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। টিমের উদ্যোগে সম্প্রতি বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় শতাধিক দরিদ্র পরিবারকে কম্বল প্রদান করা হয়। টিমের স্বেচ্ছাসেবকরা নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করেছেন।
মানবিক টিম কুতুবদিয়ার সদস্য শাহাব উদ্দিন বলেন, “শীতের তীব্রতায় অসহায় মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছে। তাদের কষ্ট লাঘব করতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন, মানবিক টিম কুতুবদিয়ার উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম, আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, টিমের কার্যক্রমের প্রশংসা করেন। তারা জানান, মানবিক টিমের এ ধরনের উদ্যোগ সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ ধরনের উদ্যোগ শীতার্তদের মনে উষ্ণতা এনে দিয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে প্রশংসার দাবিদার হয়েছে।