Formation of convening committee of Maheshkhali Municipality BNP

মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মহেশখালী

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহেশখালী পৌরসভায় সাবেক ছাত্রনেতা আখতার হোসেনকে আহ্বায়ক এবং মো. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে সাত (০৭) সদস্যদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউসুফ বদরী জানান, দলকে উজ্জীবিত করতে মহেশখালী পৌরসভা শাখার সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন – আতাউল্লাহ বোখারি, মাস্টার কবির আহমদ, আলহাজ্ব জাফর আলম, নূরুল ইসলাম ও সাবেক শ্রমিকদল নেতা মকসুদ মিয়া।

নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে।