কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং ট্রলার থেকে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মহেশখালীর বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে ‘এফ বি আল্লাহর দান’ নামের একটি ফিশিং ট্রলার ডাকাতির কবলে পড়ে। বিষয়টি জরুরি সেবায় কল দিয়ে কোস্ট গার্ডকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু করা হয়। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের কবল থেকে ৯ জন জেলেকে উদ্ধার করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটক ব্যক্তি ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় এলাকায় জেলে ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












