মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

মহেশখালী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর সদস্যরা মহেশখালী উপজেলার পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।