নিজস্ব প্রতিবেদক :
মহান আল্লাহকে নিয়ে কটূক্তিকারী, বাউল শিল্পী আবুল সরকারের জামিন না মঞ্জুর ও দৃষ্টান্তোমূলক শাস্তির দাবিতে, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগর শাখা।
শুক্রবার বাদ জুমা, নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে আয়োজিত, বিক্ষোভ সোমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার, আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তোব্যো করেছেন। দেশে বিভিন্ন সময়, আল্লাহ ও রাসুলকে নিয়ে কটূক্তি করা হলেও, প্রশাসোনের পক্ষো থেকে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ করেন বক্তারা।
তাই, আবুল সরকারের শাস্থি নিশ্চিত করা ছাড়াও, কটূক্তিকারীদের পক্ষে অবস্থান নেওয়া বুদ্ধিজীবীদের প্রতিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন হেফাজতে ইসলামের নেতারা। বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে, তৌহিদী জনোতা চুপ করে বসে থাকবে না।
সংক্ষিপ্ত সোমাবেশ শেষে মহান আল্লাহর কটূক্তিকারীদের শাস্তি ও দেশের শান্তি কামোনায়, দোয়া করেন হেফাজোতে ইসলাম বাংলাদেশের আমির মহিব্বুল্লাহ বাবুনগরী। এর পর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগোরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।












