আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া।
মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে মানুষ নামাজমুখি হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
সোমবার সকাল ১০ টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারের পশ্চিম পাশে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ৩ তলা বিশিষ্ট নান্দনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদবোধনের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এ সময় উপদেষ্টা বলেন, এসব মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি ইসলামিক মূল্যবোধ ভাতৃত্বের একটা আবহা তৈরি হবে মানুষ নামাজ মুখী হবে। মানুষ যখন নামাজ মুখে হয় তখন সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। ধর্ম পালনের যে ঐতিহ্য তা আরও বেগবান হবে মানুষের মাঝে নৈতিকতার উজ্জীবন ঘটবে।
এর আগে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আ,ফ,ম খালেদ হোসেন বক্তব্য রাখেন।
মসজিদ কমিটির সভাপতি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।
চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার, প্রকল্প পরিচালক (জেলা, উপজেলা) ফেরদৌস-উজ-জামান, ইসলামিক ফাউন্ডেশন।