বিএনপির প্রার্থী ঘোষণা: কক্সবাজারে আবারও পুরাতন নেতারা মাঠে

কক্সবাজার

তারেকুর রহমান, কক্সবাজার ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, আর কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

তবে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানানো হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান কাজল বলেন, “আমি জনগণের রাজনীতি করি, দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কক্সবাজারের মানুষ সব সময় বিএনপির পাশে ছিল, আছে, থাকবে। জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।”

অন্যদিকে শাহজাহান চৌধুরী বলেন, “এটি আমার জন্য দায়িত্ব ও চ্যালেঞ্জ। উখিয়া-টেকনাফের মানুষের আস্থা অর্জনই আমার মূল লক্ষ্য। জনগণই আমার শক্তি। তারা যদি আমার পাশে থাকে, তাহলে ইনশাআল্লাহ আবারও ন্যায়, অধিকার ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো।”

এদিকে প্রিয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার পর জেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকেরা মিষ্টি বিতরণ, ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিলসহ উল্লাস প্রকাশ করেছেন।