নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ (মূল) এর বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে বাঘাইছড়ির নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনা টহল দলের উপর গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।
পরে এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালী খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি-টকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকি-টকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।