বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কান ট্রলারসহ ৬ জেলে আটক

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কান ট্রলারসহ ৬ জেলে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

 

 

গত ১৬ জুলাই নিয়মিত টহলের সময় ‘এসএলএফভি সুদু দুয়া-৪’ নামের ট্রলারটিকে আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। পরবর্তীতে আটক ট্রলার ও জেলেদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য বৃহস্পতিবার-১৭ জুলাই পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

 

 

বাংলাদেশ নৌবাহিনী জানায়, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় তিনটি প্রধান মৎস্য বিচরণ ক্ষেত্র রয়েছে, যা এশিয়ার মূল্যবান টুনা মাছের অন্যতম বিচরণ এলাকা হিসেবে বিশ্বে পরিচিত। দেশের সীমিতসংখ্যক বৈধ ট্রলার সেখানে মাছ আহরণ করলেও পার্শ্ববর্তী দেশের কিছু অসাধু জেলে অবৈধভাবে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে সেন্টমার্টিন দ্বীপের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে একটি শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলারসহ ৬ জন জেলেকে আটক হয়।

 

 

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র নিরাপত্তা, ব্লু-ইকোনমি সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজ দিয়ে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে বলেও জানায় নৌবাহিনী।