বড়ঘোপ বাজার পাড়া একতা সংঘের নতুন কমিটি গঠিত

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলার সদর বড়ঘোপ বাজার পাড়া একতা সংঘের নতুন কমিটি গঠিত হয়েছে।

সংগঠনের উপদেষ্টা পরিষদ আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দিয়েছে। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মো: হাফেজ মোহাম্মদ রায়হানকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো: সেজাম উদ্দিনকে।

এছাড়া সহ সভাপতি:মো: মিজানুর রহমান ও মো: আহাদ উল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম ও মো: রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোরশেদ আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ মানিক, সহ-অর্থ সম্পাদক মো: আলিফ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো: আতিকুর রহমান শাকিল,সহ-ক্রীড়া সম্পাদক মো: রেজাউল করিম ভেট্রু, প্রচার সম্পাদক মো: মেহেদী হাসান জিকু, দপ্তর সম্পাদক মাহামুদুল করিম আমির খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: আফিফ উদ্দিন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: রাশেদুল ইসলাম।

কার্যকরী সদস্য মো:জামশেদ আলী, মনিরুল ইসলাম, মো: আবদুল আজিজ, আনিচুর রহমান, মেহেদী হাসান।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: সেজাম উদ্দিন জানান, বড়ঘোপ বাজার পাড়া একতা সংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, ক্রীড়ার উন্নয়নে কাজ করে থাকে এই সংগঠন। উপদেষ্টা পরিষদের পরামর্শে এবং সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা কর হবে বলে তিনি জানান।