The Bangladesh Navy has arrested 20 people, including a Rohingya trafficker, while they were attempting to illegally travel to Malaysia via the Bay of Bengal from Teknaf.

বঙ্গোপসাগর হয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া সময় টেকনাফ থেকে রোহিঙ্গা দালালসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

টেকনাফ

টেকনাফ সংবাদদাতা

বঙ্গোপসাগর হয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ থেকে রোহিঙ্গা দালালসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার রাত সোয়া ১২টার দিকে টেকনাফ বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নৌবাহিনী জানায়, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্যে কচ্ছপীয়া এলাকায় পাহাড়ের পাদদেশে কয়েকটি বাড়িতে রোহিঙ্গা জনগোষ্ঠী জমায়েত হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালায় নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট। অভিযানে ১ জন দালাল, ২ জন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে বলেও জানায় বাংলাদেশ নৌবাহিনী।