"Vandalism at Chattogram DC Park following allegations of assault on a prime mover driver."

প্রাইম মুভার ড্রাইভারকে মারধরের অভিযোগে চট্টগ্রাম ডিসি পার্কে ভাঙচুর

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রামের ডিসি পার্কের সামনে প্রাইম মুভার চালককে মারধরের অভিযোগে ডিসি পার্কে ভাঙচুর চালিয়েছে পণ্য পরিবহণ শ্রমিকরা।

রাত ৮টার পর ভাটিয়ারি-বন্দর কানেক্টিং রোডের ডিসি পার্কের সামনে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসন জানায়, প্রাইম মুভারের ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সহিংসতায় রূপ নেই এবং পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসন জানায়, ডিসি পার্কে ভাংচুরের ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে ডিসি পার্কের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম মুভার চালক ও সহকারীদের মারধর করে ডিসি পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। এর পর চালক ও শ্রমিকরা উত্তেজিত হয়ে পার্কে হামলা করে। তবে সিকিউরিটি গার্ডদের বিচার দাবি করেন তারা।