কক্সবাজার প্রতিনিধি
নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর থেকে চকরিয়ার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। সন্ধ্যায় এই আসনে নিজের প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে দুই নেতা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন।
জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসা চকরিয়ার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায় অবস্থিত। সেখানে গিয়ে জাময়াত প্রার্থীর বাবা নুরুল কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় দুই নেতা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন।
গত সোমবার দুপুরে নুরুল কবির মারা যান। খবর পেয়ে সেদিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ।
সালাউদ্দিন আহমদ বলেন, “আব্দুল্লাহ আল ফারুক আমার এলাকারই সন্তান। তার বাবা মারা গেছেন। যেহেতু আমি এলাকায়ে এসেছি, তাই তার পরিবারের খোঁজ নিতে তার বাসায় গেছি।”
এ সময় সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছিলেন- তার স্ত্রী ও সাবেক সাংসদ সদস্য হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলীয় নেতারা।












