পেকুয়ায় ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক মুকুট ও সদস্য সচিব আইয়ুব

পেকুয়া

আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় কমরান জাদিদ মুকুটকে আহ্বায়ক ও আইয়ুবুল ইসলামকে সদস্য সচিব করে ফুটবল খেলোয়াড় সমিতি পেকুয়া শাখা অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি।

শুক্রবার (২৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেয়।

অনুমোদিত কমিটিতে ক্রীড়াবিদ সাবেক কৃতি ফুটবলার ও পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কমরান জাদিদ মুকুটকে আহ্বায়ক ও আইয়ুবুল ইসলামকে সদস্য সচিব করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কৃতি ফুটবলার ও সংগঠক আহমদ শফিক ও জিয়া উদ্দীন অনিককে কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়।

পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির পক্ষ থেকে ক্রীড়াপ্রেমী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমিটির সকলের আন্তরিক প্রচেষ্টা, মেধা, দক্ষতাকে কাজে লাগিয়ে পেকুয়া উপজেলা ফুটবলকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কামরান জাদিদ মুকুট।