পেকুয়ায় প্রশাসনের অভিযানের পর ফের বালি উত্তোলন করছেন বালি খেকো বাদশা 

পেকুয়া

পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বালি খেকোদের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযানের পর  টইটংয়ের ঢালার মুখ সোনাইছড়ি ছড়ার পাশে ফসলি জমি ভেঙ্গে ফের অবৈধভাবে বালি উত্তোলন করছেন বালি দস্যু বাদশা।

দুই সপ্তাহ আগে প্রশাসন মোবাইল কোর্টে অভিযান করে বালি জব্দ করেছিল। প্রশাসনের এ অভিযানকে কোন তোয়াক্কাই করছে না বালি দস্যুরা। 

(৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, টৈটং ইউনিয়নের ঢালার মূখ এলাকার ফারুক সাওদাগরের দোকানের উত্তর পাশে ফসলি জমি ভেঙ্গে অবৈধভাবে বালি উত্তোলন করছেন চৌকিদার পাড়ার বালি খেকো মুহাম্মদ বাদশা (৪০)।

চৌকিদারপাড়ার আরো অনেকে জানান, বাদশা  পেশীশক্তির জোর দেখিয়ে পাহাড়ি ছড়া ও ফসলি জমি নষ্ট করে বালি উত্তোলন করছে। তারা পাহাড় ও প্রকৃতি ধব্বংস করে দিচ্ছে। প্রশাসন যে অভিযান করছে এটা নামে মাত্র। অবৈধ বালি উত্তোলন কারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এ বিষয়ে অভিযুক্ত বাদশার কাছে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে না পাওয়ায় বক্তব্য নেপয়া সম্ভব হয়নি। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, আমরা ব্যবস্থা নিব।