পেকুয়ায় ধর্ষণ মামলায় ডাকাত আজমকে আটক করে পুলিশে দিলো জনতা

পেকুয়া

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় চাঁদাবাজ, শিশু ধর্ষণ মামলার আসামী আজমগীর প্রকাশ ডাকাত আজমকে আটক করে পেকুয়া থানা পুলিশ।

বুধবার (১১ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা কাছারি পাহাড় এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

খোজ নিয়ে জানা যায়, গত ২৯ জানুয়ারী বিকাল ৪ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেক ঘোনা এলাকায় মৃত মোজাফফর আহমেদর পুত্র হোসাইনের বাড়িতে বন্দুক, কিরিছ, লোহার রড, দা ও দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে ৫ লাখ টাকা চাঁদা দাবি জরে আজমগীর প্রকাশ ডাকাত আজমের নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ ডাকাত দল।

এই ঘটনায় ডাকাত আজমকে প্রধান আসামী করে আদালতে মামলা করে ভুক্তভোগী পরিবার। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের জন্য দেন যার মামলা নং-৪০১/২৫ । পরে সিআইডি তদন্ত করে তাদের বিরুদ্ধে রিপোর্ট দেন আদালতে। আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন আদালত।

আরো জানা যায়, রাজাখালী টেক ঘোনা পাড়া এলাকায় ১০ আগস্ট রাত সাড়ে ৭ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে হুমায়রা আকতার ১৪ বছরের ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে মুখে কাপড় দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ডাকাত আজমসহ অন্যরা অজ্ঞাতস্থানে পালিয়ে যায়।

গত কাল ১১ আগস্ট রাত সাড়ে ০৮ টার দিকে টৈটং ধনিয়াকাটা এলাকায় তাদের স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।

থানার সাব ইন্সপেক্টর আপ্যায়ন বড়ুয়া বলেন, তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে, ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে। তাকে আমরা আটক করেছি।