আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া সংবাদদাতা ;
পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে দুই শক্তিশালী দল মাতামুহরী খেলোয়াড় সমিতিকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লোহাগাড়া ফুটবল একাদশ।
পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজ শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলা শুরু হয় ৩টা ৪৫ মিনিটে। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় কর্নার কিক পায় মাতামুহুরী খেলোয়াড় সমিতি। মুহুর্মুহু আক্রমণ পালটা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে উভয় দলের ফুটবল যুদ্ধ। এভাবে খেলার প্রথমার্ধ শেষ হয় নির্ধারিত সময়ে।
গোলশূন্য প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে উভয় পক্ষের খেলোয়াড়রা মরিয়া হয়ে উঠে জয় ছিনিয়ে নিতে। দর্শকদের মুহুর্মুহু করতালি এবং চরম উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলতে থাকলেও গোলের দেখা পায়নি কোন পক্ষই। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে ৭-৬ গোলে মাতামুহুরিকে হারিয়ে বিজয়ী হয় লোহাগড়া ফুটবল একাদশ।
ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন বিটু রাজ বড়ুয়া, বোরহান উদ্দিন বোরহানউদ্দিন সায়েদ, জাহাঙ্গীর ও মুনির উদ্দিন।
লোহাগাড়া ফুটবল একাদশের পক্ষ হয়ে মাঠে নামেন রাসেল, মিঠুন, কায়সার, ফয়সাল, মারুফ, রাসেল, রাজিব, মামুন, পারভেজ, সাহেদ, বিপ্লব। মাতামুহুরী খেলোয়াড় সমিতির পক্ষ হয়ে মাঠে নামেন হিরো, নাসির, মোস্তফা, মুবিন, রবি, রুবায়েত, বেলাল, বিদেশি খেলোয়াড় জন এনাস, জিকু, লিংকন ও খেছি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. ছফওয়ানুল করিমের সভাপতিত্বে আজকের ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতা মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সহ-সভাপতি ডাক্তার আব্দুল মাবুদ সিদ্দিকী, ছাবের এম ইউপি, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফ দুলাল, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, শোয়াইবুল ইসলাম সবুজ, আশরাফুল ইসলাম খিজির।
এছাড়াও বিএনপি নেতা মাস্টার মো. ইব্রাহিম, হাসান মাহমুদ রেজাউল করিম, ইমরুল হাসান হান্নান, আবু হানিফ চৌধুরী, সাইফুল ইসলাম, ডাক্তার মো. নুরুল কবির, মো. ইউনুস, আলী মোহাম্মদ কাজল, আনোয়ারুল ইসলাম সিকদার, আরিফ মো. ওয়ালিউল্লাহ নুরুল হুদা, সালাউদ্দিন, যুবদল নেতা অধ্যাপক ইমাম উদ্দিন মনির, মোহাম্মদ মোকাদ্দেক, বুলবুল সিকদার, মিজানুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম মানিক, সালাউদ্দিন কাদের বাদল, শ্রমিক দল নেতা বেলাল উদ্দিন, সাদেকুর রহমান সাদেক, ছাত্রদল নেতা আসিফ নেওয়াজ, আলাউদ্দিন লিটন, আবু নাঈম লিটন, জোসেফ বিন হায়দার উপস্থিত ছিলেন।