চট্টগ্রাম সংবাদদাতা :
দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্নাম মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।
সকাল থেকে চমেকের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও করেন তারা। এসময় তুমি কে আমি কে-আছিয়া আছিয়া, কণ্ঠে আবার লাগা জোর-ধর্ষকদের কবর খুঁড়, প্রশাসন জবাব চাই-ধর্ষকদের ফাঁসি চাই, সারা বাংলায় খবর দে-ধর্ষকদের কবর দে স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এসময় দ্রুত ধর্ষকদের গ্রেফতার করা নাহলে আরো কঠোর অবস্থানে যাওয়ার তারা হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এছাড়া মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা।