Protest demanding withdrawal of Taheri's case

তাহেরীর মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়ায় উদ্দিন তাহেরীর নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নত তরুণ ওলামা পরিষদ।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, গিয়াস উদ্দিন তাহেরীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে জানিয়ে অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

একটি মহল প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করছে। কিন্তু পুলিশ জনতার পক্ষে থেকে মিথ্যা মামলার বিষয়ে সজাগ থাকতে পুলিশের প্রতি আহবানও জানান তারা।

আহলে সুন্নত তরুণ ওলামা পরিষদের সমন্বয়ক ইকবাল হোসেন আল কাদেরীর সভাপতিত্বে সমাবেশে সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন জুবায়েরসহ নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে গিয়াস উদ্দিন তাহেরীর উসকানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে আখাউড়া নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়া মামলা করা হয়েছে।