"PIID's meeting in Chittagong to celebrate the festival of youth"

তারুণ্যের উৎসব উদযাপনে চট্টগ্রাম পিআইডির মত বিনিময় সভা

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

“এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে ধারণ করে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা করেছে আঞ্চলিক তথ্য অফিস-পিআইডি চট্টগ্রাম।

নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ মিলনায়তনে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে পিআইডি চট্টগ্রামের উদ্যোগে মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, দেশ ও পৃথিবী বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কেউ ধনাঢ্য পরিবারের সন্তান কিংবা খুব বেশি মেধাবী ছিলেন-তা নয়। সফল ব্যক্তিরা আপনা আপনি বা তৈরি কিছু পান নাই। তারা তৈরি করে নিয়েছেন। তাদের সফলতার মূল কারণ হচ্ছে তারা সঠিক সময়ে নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হয়েছে। ছাত্রজীবন তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসময় জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। সোশ্যাল মিডিয়াসহ অনুৎপাদনশীল কাজ থেকে নিজেকে যথাসম্ভব দুরে রেখে সমাজের ইতিবাচক কাজে তরুণদের আরো অংশ গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর তাঁর বক্তব্যে বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের চালিকা শক্তি। জুলাই অভ্যুত্থানে তা প্রমাণিত হয়েছে। সুতরাং বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে হলে তরুণদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর, কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম, ইংরেজি বিভাগের প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, তরুণদের পক্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমেদ নুর জয় ও দুলাল চাকমা বক্তব্য রাখেন।